কেন তারা টি-২০ কনসার্টে গেলেন ?আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত বিসিবি সেলিব্রেশন কনসার্টে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লা, কোকিলকণ্ঠী সাবিনা ইয়াসমিন, চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ এবং লোকগানের সম্রাজ্ঞী মমতাজকে হেয় করার সমালোচনা চলছেই। রাত ১১টা অবধি তাদেরকে খোলা আকাশের নিচে অপেক্ষায় রাখার কারণে এই আয়োজনের সহযোগী গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশন্সের প্রতি নিন্দা জানিয়েছেন সঙ্গীতসংশ্লিষ্টরা। প্রশ্ন উঠেছে, হেয় করার পরও এই চার শিল্পী শেষ পর্যন্ত কেন গেয়েছিলেন? উত্তর পাওয়া গেল কুমার বিশ্বজিতের সঙ্গে আলাপ করে। এক পর্যায়ে তারা অনুষ্ঠানস্থল ত্যাগও করতে চেয়েছিলেন। সাবিনা, মমতাজ আর বিশ্বজিৎ চেয়ার ছেড়ে উঠতে গেলে রুনা তাদের দেশের ভাবমূর্তির কথা বলে থামান। কুমার বিশ্বজিৎ বলেছেন, ‘এ অনুষ্ঠানে আমরা দেশকে উপস্থাপন করতে গিয়েছিলাম, তাই রুনা আপার কথায় ক্ষোভ ও রাগকে সামাল দিয়েছি। এতো অপমানের পরও কনসার্টে সঙ্গীত পরিবেশন করে আমরা বড় মনের পরিচয় দিয়েছি। কারণ পুরো আয়োজনেই বিদেশি ও দেশি শিল্পীদের মধ্যে ছিল অনেক বৈষম্য।’
ভারতের অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এআর রহমান কনসার্টে দীর্ঘ আড়াই ঘণ্টা সঙ্গীত পরিবেশন করেছেন। কিন্তু বাংলাদেশের শিল্পীরা সময় পেয়েছেন মাত্র চার মিনিট করে। তবে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাওসুল আলম শাওন বলেন, ‘ এআর রহমান ও অ্যাকন ছিলেন আমাদের মূল আকর্ষণ। তাই তাদের জন্য সময় বেশি রাখা। আর আমাদের শিল্পীদের মাধ্যমে শুরু ও শেষটা করতে চেয়েছি।’