এবারের মতো কোপা আমেরিকা শেষ৷কিন্তু তার রেশ এখনও রয়ে গিয়েছে ফুটবলপ্রেমীদের মনে৷বিশেষত যারা মাঠ ও গ্যালারির অ্যাকশন দেখতে পছন্দ করেন৷
স্যান্টিয়াগোয় আর্জেন্তিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে চিলি তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনও শিরোপা জিতে নজির সৃষ্টি করল৷কিন্তু খেলার বাইরেও থেকে যায় আরেক খেলা৷সমর্থকদের চিৎকার ও গ্যালারিতে স্বল্ববসনাদের প্রিয় দলের জন্য সমর্থন৷