বিশ্বকাপ শুরুর এক বছর আগের তৈরি করা সিডিউল ভেঙ্গে তছনছ করেছে ক্রিকেট কর্তৃপক্ষ আইসিসি। কোয়ার্টার ফাইনালের পুরো সিডিউলই পরিবর্তন করেছে আইসিসি। অনেকের ধারণা ক্রিকেটের তিন মোড়লের এক মোড়ল ভারতের জন্যই নাকি এতো সব।
কিন্তু ভারতের সুবিধার্থে আইসিসি আমুল বদলে দিয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি। ভারতের ইচ্ছা, মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবে তারা। সে ইচ্ছা পূরণ করতেই ভেন্যু এবং তারিখ পরিবর্তন করে দেয়া হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী মেলবোর্নেই ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। যেকোনো দেশের সাথে খেলা হলেই বাড়তি সুবিধা পায় ভারত। সেই সুবিধা নিয়ে বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিযায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় তারা। কারণ, নিজেদের ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়া। কিন্তু সেখানে একের পর এক নাস্তানাবুদ হয় ধোনির দল। পুরো সিরিজ জুড়ে ভারতের খেলোয়াড়দের পারফরমেন্স ছিল যাচ্ছেতাই। সেই দলটিই বিশ্বকাপ শুরু হতেই রাতারাতিই বদলে যায়। তাদের খেলা দেখলে মনে হয় তারা হাতে জাদুর কাঠি পেয়েছে। সেই জাদুর কাঠির স্পর্শেই এতো ভালো খেলা শুরু করেছে তারা। গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ধোনি বাহিনী।
তাদের এই পারফরমেন্সের পেছনে আইসিসির দেয়া বাড়তি সুবিধাকে দায়ী করেছেন অনেকেই। পাকিস্তানের একজন খেলোয়াড় বলেন, বিশ্বকাপে ভারতকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে। তাদের অনুকূলে পিস তৈরি করা হচ্ছে। অবশ্য ওই খেলোয়াড়ের অভিযোগকে উড়িয়ে দেয়া যাবে না। তার কারণ, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সিডিউল দেখলেই বোঝা যায়।