ম্যাচ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্ত। গ্রিন রুমে টানটান উত্তেজনায় অপেক্ষায় তখন মেসি। কিছুক্ষণের মধ্যে শুরু হবে বসনিয়ার সঙ্গে ৯০ মিনিটের লড়াই। কিন্তু সারা পৃথিবীর চোখ থাকবে শুধু তাঁরই গতিবিধির উপর। তাই যখন মাঠে নামার আগে গ্রিনরুমের ভিতর ম্যাসকটদের সঙ্গে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে গেলেন তখন তাঁর নজর এড়িয়ে গেল অত্যুত্সাহী এক ছোট্ট হাত। সেই খুদে ম্যাসকটের সঙ্গে করমর্দন না করেই তিনি এগিয়ে গিয়েছিলেন ম্যাচ অফিশিয়ালদের দিকে।
কিন্তু মাঠে নিজের জাদু দেখিয়ে যখন অনেকটাই নিশ্চিন্ত, তখন হঠাত্ মনে হয় কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। বুঝতে পারেন, খেলার টেনশনে তিনি অগ্রাহ্য করেছেন এক নিষ্পাপ হাতের ছোঁয়া। তাই তো তড়িঘড়ি ফিরে এসে সেই খুদে ম্যাস্কটকে খুঁজে বের করে আদরে ভরিয়ে দেন তাকে। পরে আবার একসঙ্গে ছবিও তোলেন। মেসি হাত না মেলানোয় যখন মন খারাপ করে সেখান থেকে চলে গিয়েছিল সে, তখন বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেনি, ম্যাচ শেষে ফিরে এসে তার কাছেই ক্ষমা চেয়ে মিটিয়ে দেবেন সব অভিযোগ এই ফুটবল তারকা!