গ্লেন ফিলিপ এর ৬ বলে ৬ ছয়

0

six[ads1]ছয় বলে ছয় ছক্কা মেরে ইতিহাসের পাতায় নাম লেখালেন ১৯ বছর বয়সী গ্লেন ফিলিপ। খুব বেশি মানুষ তাকে চেনে না। কিন্তু এই কীর্তি দিয়ে নিউজিল্যান্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ইংলিশ ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন। সেই সাথে এলেন লাইমলাইটে।

ঘটনা রোববারের। ঐতিহ্যবাহী মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) তরুণ একাদশের হয়ে খেললেন ফিলিপস। প্রতিপক্ষ ছিল ডিউক অব নরফোক ইলেভেন। সেই ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন ফিলিপস। শুধু তাই না। ১২৩ বলে করেছেন ২০১ রান। ঐতিহাসিক এই অ্যারান্ডেল ক্যাসল মাঠে ১৮৯৫ সাল থেকে খেলা হয়। আর সেখানে ফিলিপস প্রথম ব্যাটসম্যান যে কিনা এক ওভারের ছয় বলে ছয় ছক্কা মারলেন। তার বিস্ফোরক ইনিংসে ভর করে ২৯৯ রানে ইনিংস ঘোষণা করে এমসিসি। নরফোক ৭ উইকেটে ১৭৪ রান করে। ম্যাচ ড্র হয়।[ads1]

কিন্তু এই ম্যাচে প্রাণ ছিল ফিলিপসের কারণে। প্রতিভাবান এই ডান হাতি ব্যাটসম্যান অকল্যান্ডের। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও খেলেছিলেন। সেখানে স্কটল্যান্ডের বিপক্ষে তার ৪০ বলে বিস্ফোরক ৮৯ রানই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। তরুণ ক্রিকেটারদের প্রোগ্রামে এমসিসির হয়ে খেলছেন তিনি। এই প্রোগ্রামে প্রয়াত মার্টিন ক্রো, সাবেক অধিনায়ক রস টেলররাও খেলেছেন।

ক্রিকেট ইতিহাসে খুব বেশি ব্যাটসম্যান ওক ওভারে ছয়বার বাতাসে ভাসিয়ে মাঠের বাইরে বল পাঠাতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে মাত্র দুবার। ২০০৭ সালে ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন। সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপ। একই বছর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের যুবরাজ সিং ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এমন ঘটনা আছে দুটি। ১৯৬৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স ইংলিশ কাউন্টি ক্রিকেটে কাণ্ডটা ঘটিয়েছিলেন। ১৯৮৫ সালে ভারতের রবি শাস্ত্রি রঞ্জি ট্রফিতে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন। এখন থেকে তাদের সাথে তরুণ ফিলিপসের নামও উচ্চারিত হবে নিশ্চয়ই।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More