ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ধরনের ধাক্কা খেলো ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিগের শীর্ষে থাকা লেস্টার সিটির কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে শিরোপার অন্যতম দাবিদার সিটিজেনরা। এমন হারে শিরোপা লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে গেলো পেলেগ্রিনির শীষ্যরা।
এদিন ম্যাচের শুরুতেই পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে লেস্টার সিটিকে এগিয়ে দেন রবার্ট হাথ। রিয়াদ মাহরেজের অ্যাসিস্টের দারুণ এই গোলে ম্যাচে আধিপাত্য বিস্তার করে খেলতে থাকে লেস্টার।
প্রতিপক্ষের রক্ষণব্যূহ ভাঙতে একাধিক চেষ্টা করলেও সফলতা পায়নি সিটিজেনরা, উল্টো নিজেদের রক্ষণই বারবার অরক্ষিত মনে হয়েছে। ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া ম্যানসিটি বিরতির ঠিক তিন মিনিট পর আবারো গোল হজম করে। এবারো গোলদাতার নাম পুরো মৌসুমে ছোট দলের বড় তারকা হয়ে দেখা দেয়া রিয়াদ মাহরেজ। ৬০ মিনিটের মাথায় সিটিকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দেয় হাথের দ্বিতীয় গোলটি। ৩-০ গোলে পিছিয়ে পড়ে দিশেহারা সিটি সান্ত্বনাসূচক গোলটি পায় সার্জিও অ্যাগুয়েরোর পা থেকে। ম্যাচের ৮৭ মিনিটে অ্যাগুয়েরোর গোল কোন অবদানই রাখতে পারেনি ম্যাচের ফলে।
দাপুটে এই জয়ে সিটির চেয়ে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে নিজেদের শীর্ষস্থান আরো সুসংহত করলো লেস্টার সিটি। ২৫ ম্যাচ শেষে লেস্টারের পয়েন্ট ৫৩। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানসিটি।