ঢাকা: উয়েফা প্রেসিডেন্ট মিচেল প্লাতিনি মনে করেন মোনাকোর জন্য প্রধান কোচ হতে ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান সঠিক ব্যক্তি। মোনাকোর প্রধান কোচ হয়ে জিদানকে তার নতুন ক্যারিয়ার শুরু করার পরামর্শ দিয়েছেন।
জিদান বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে কাজ করছেন। তারপরও প্লাতিনি মনে করেন জিদান এখন পুরোপুরি প্রস্তুত প্রধান কোচ হওয়ার জন্য।
‘যদি জিদান কোচ হতে চায়, তবে মোনাকোর কোচ হয়ে তার শুরু করাটা ভালো হবে। এটি অনেক ভালো একটি ক্লাব। সে রিয়ালের আনচেলত্তির সঙ্গে এক বছরের মতো সময় কাটিয়েছে। তাই সে প্রস্তুত। যদি সে এমনটি চায় তবে তাকে এজন্য পদক্ষেপ নিতে হবে’- এমনটি বলেছেন উয়েফা প্রেসিডেন্ট।
প্লাতিনি আরও বলেন,‘যদি সে প্রধান কোচ হওয়ার ইচ্ছা পোষন করে তবে সে একসময় ফ্রান্সের জাতীয় দলের হয়ে কাজ করতে পারবে। এটা ভালো হবে যদি সে এই ক্লাবের (মোনাকো) হয়ে শুরু করে। আমি তার সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। মনে হচ্ছে সে এই ভার নিতে আগ্রহী। সে খুব বুদ্ধিমান এবং খুব ভালো কোচ হতে পারবে।’