ক্যানবেরা: বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ক্যানবেরার মানুকা ওভালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করছে টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ। তামিম ১৫ ও বিজয় ২১ রানে অপরাজিত রয়েছেন।
ম্যাচের শুরু থেকেই মানুকা ওভালে হাজির হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরা। গ্যালারিতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গর্জনটা উদ্দীপ্ত করবে টাইগারদের।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় পরিস্থিতির দাবি মিটিয়েই ব্যাট করছেন। আফগানিস্তানের পেসাররা নিয়ন্ত্রিত বোলিং করছেন।
বাংলাদেশের একাদশে রয়েছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মতুর্জা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
একাদশ থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, আল-আমিন হোসেন, দুই স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম।
দলিও ৪৭ রানেই ও নিজের ১৯ রানে আউট হয়ে সাজ ঘড়ে তামিম।