টাইগারদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

0

Bangladesh Cricket Teamঢাকা: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ-২০১৫ পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে পাঠানো এক বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী এ ঘোষণা দিয়ে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সেই সাথে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।

পৃথক এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় আইসিসি ওয়ার্ল্ড কাপে পঞ্চম ম্যাচে ইংল্যান্ড-এর বিরুদ্ধে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More