ফের বসছে জমজমাট টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। আইপিএলে টাইগার ক্রিকেটারদের অবস্থান নিয়েই খবরের শিরোনাম। বিগত বছরে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার পায় বাংলাদেশ। আইপিএল মালিকদের দৃষ্টি কাড়েন তারা। বৃহস্পতিবার ছিল আগামী মৌসুমের দল নির্বাচনের শেষ দিন। কিন্তু ধারনা কোনো কাজে আসেনি।
মুস্তাফিজ, মাশরাফি, তামিম, সাব্বির ও সৌম্য সরকার আলোচনায় আসেন আইপিএল খেলার ইস্যুতে। আইপিএল কোনো সুখকর বার্তা বয়ে আনে নি তাদের জন্য। শুধু সাকিব আল হাসানই রয়েছেন আইপিএলে। শাহরুখ খান নিজের দলেই রেখে দিয়েছেন তাকে। সহজ সরল উক্তি এটাই যে, ২০১৬ সালের আইপিএলে সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আসর কাঁপাবেন। পিসিএলের জন্য ১০ টাইগার ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়। এই আসরে খেলবেন ৪ জন বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন শুধু সাকিবই।