রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান থেকে তারা নেমে গেছে তিন নম্বরে।
আর সেরা অবস্থানে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা অবস্থান ধরে রেখেছিল শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ১১৮.৩৬। অন্যদিকে, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ১১৮ করে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে চারটিতে জিতেছে তারা। তার মধ্যে গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩১ রান তাড়া করে জিতে রেকর্ড গড়েছিল ক্যারিবীয়রা।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং:
১.ওয়েস্ট ইন্ডিজ
২.অস্ট্রেলিয়া
৩.শ্রীলঙ্কা
৪.ইংল্যান্ড
৫.দক্ষিণ আফ্রিকা
৬.পাকিস্তান
৭.নিউজিল্যান্ড
৮.ভারত
৯.আফগানিস্তান
১০.বাংলাদেশ