টোয়েন্টি২০ বিশ্বকাপ : কোন দলে কে

0

T-20 world cupভারতে শুরু হতে যাচ্ছে টোয়েন্টি২০ বিশ্বকাপ। এখানে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের তালিকা দেয়া হলো।
প্রথম পর্ব
গ্রুপ-এ :
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, নুরুল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু বালবিরনি, জর্জ ডকরেল, এন্ড্রু ম্যাকব্রিন, টিম মুরটাগ, কেভিন ও’ব্রায়ান, নিয়াল ও’ব্রায়ান, এন্ড্রু পোয়িন্টার, স্টুয়ার্ট পোয়িন্টার, বয়েড রানকিন, ম্যাক্স সোরেনসেন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়ং।
নেদারল্যান্ড : পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি, আহসান মালিক, মুদাস্সার বুখারী, বেন কুপার, টম কুপার, ভিভিয়ান কিংমা, স্টিফেন মাইবুর, ম্যাক্স ও’দাউদ, মাইকেল রিপন, পিটার সেলার, লোগান ভ্যান বিক, টিম ভান ডার গাজটেন, রোলেফ ভান ডার মারউই, পল ভান মিকারেন।
ওমান : সুলতান আহমেদ (অধিনায়ক), আমির কলিম, সুফিয়ান মেহমুদ, জিশান মাকসুদ, আমির আলি, জতিন্দর সিং, রাজেশকুমার রানপুরা, অজয় লালচেতা, জিশান সিদ্দিকী, মুনিস আনসারি, মেহরান খান, বৈভব ওয়াতেগাওকার, খাওয়ার আলি, আদনান ইলিয়াস, বিলাল খান।
গ্রুপ-বি
আফগানিস্তান : আজগর স্তানিকজাই (অধিনায়ক), আমির হামজা, দওলাত জারদান, গুলবাদিন নাইব, হামিদ হাসান, করিম সাদিক, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, নাহিবুল্লাহ জারদান, নুর আলি জারদান, রশীদ খান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ শফিক, শাপুর জারদান, উসমান গনি।
হংকং : তানভির আফজাল (অধিনায়ক), আইজাজ খান, আনশি রাত, জেমি এ্যাটকিনসন, বাবর হায়াত, রায়ান ক্যাম্পবেল, ক্রিস্টোফার কারটার, মার্ক চ্যাপম্যান, হাসিব আমজাদ, নাদিম আহমেদ, নিজাকাত খান, কিঞ্চিত শাহ, তানভির আহমেদ, ওয়াকাস বরকত, ওয়াকাস খান।
স্কটল্যান্ড : প্রিসটন মোমসেন (অধিনায়ক), কেইল কোয়েতজার, রিচি বারিংটন, ম্যাথু ক্রস, জোস ডাভে, কোন ডি লানগে, আরাসডির ইভান্স, মাইকেল লেসাক, ম্যাক ম্যাকহ্যান, ক্যালাম ম্যাকলিয়ড, গেভিন মাইন, জর্জ মুনসে, সাফিয়ান শরীফ, রব টেইলর, মার্ক ওয়াট।
জিম্বাবুয়ে : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), টেন্ডাই চাতারা, চামু চিবাবা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, তাওয়ান্ডা মুপারিয়া, রিচমন্ড মুতুমবামি, তিনাশে পানইয়ানগারা, ভুসি সিবান্দা, সিকান্দার রাজার, ম্যালকম ওয়াকার, সিন উইলিয়ামস, ডোনাল্ড তিরিপানো।

সুপার ১০
গ্রুপ ১
ইংল্যান্ড : এউইন মরগ্যান (অধিনায়ক), মইন আলি, স্যাম বিলিংস, জোস বাটলার, লিয়াম ডওসন, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, জেমস ভিনসে, ডেভিড উইলি।
দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কেইল এ্যাবট, হাশিম আমলা, ফারহান বেহারদিন, কুইনটন ডি কক, জে ডি ডুমিনি, ইমরান তাহির, ক্রিস মরিস, ডেভিড মিলার, এ্যারন ফানগিসো, কাগিসো রাবাদা, রিলি রোসৌ, ডেল স্টেইন, ডেভিন ওয়েইস।
শ্রীলংকা : লাসিত মালিঙ্গা (অধিনায়ক), এ্যাঞ্জেলো ম্যাথুস, দুসমান্থা চামিরা, দিনেশ চান্ডিমাল, নিরোমান ডিকওয়েলা, তিলকরতেœ দিলশান, রাঙ্গানা হেরাথ, শিহান জয়াসুরিয়া, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, তিসারা পেরেরা, সচিত্র সেনানায়েকে, ডাসুন শানাকা, মিলিন্ডা সিরিবার্ধানে, জেফরি ভানডারসে।
ওয়েস্ট ইন্ডিজ : ড্যারেন সামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, সুলাইমেন বেন, কার্লোস বার্থওয়েইট, ডুয়াইন ব্র্যাভো, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এ্যমলে নার্স, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, জেরম টেইলর। ইনজুরি আক্রান্ত লেন্ডল সিমন্সের বদলী খেলোয়াড়ের নাম এখনো চূড়ান্ত হয়নি।
গ্রুপ ২
অস্ট্রেলিয়া : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এ্যাস্টন আগার, ন্যাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, এ্যারন ফিঞ্চ, জন হেস্টিংস, জোস হ্যাজেলউড, উসমান খাজা, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, এ্যান্ড্রু টাই, শেন ওয়াটসন, এ্যাডাম জামপা।
ভারত : মাহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক), রবিচন্দ্রন আশ্বীন, জাসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, হারভাজন সিং, রবিন্দ্র জাদেজা, বিরাট কোহলি, মোহাম্মদ সামী, পাওয়ান নেগি, আশিষ নেহরা, হারদিক পান্ডে, অজিঙ্কে রাহানে, সুরেশ রাইনা, রোহিত শর্মা, যুবরাজ সিং।
নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, গ্র্যান্ট এলিয়ট, কোলিন মুনরো, মিশেল ম্যাকক্লেনেঘান, ন্যাথান ম্যাককালাম, এ্যাডাম মিলনে, হেনরি নিকোলাস, লুক রঞ্চি, মিশেল সান্টনার, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর।
পাকিস্তান : শহীদ আফ্রিদী (অধিনায়ক), আনোয়ার আলি, ইমাদ ওয়াসিম, খলিদ লতিফ, খুররম মানজুর, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ সামী, সারফরাজ আহমেদ, শোয়েব মালিক, শারজিল খান, উমর আকমল, ওয়াহাব রিয়াজ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More