তামিমের জন্য মাশরাফির আক্ষেপ

0

masrafiক্রিকেটের যে কোন ফরম্যাটে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেয়ায় অতুলনীয় তামিম ইকবাল। তার মতো বিশ্বমানের একজন ব্যাটসম্যান যে কোন দলের জন্যই সম্পদ। তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। পেশোয়ার জালমির হয়ে দুর্দান্ত খেলছেন তামিম। তবে মাত্র কয়দিন পরেই শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাকে পাচ্ছে না বাংলাদেশ।
তার মতো একজন ড্যাশিং ওপেনারকে দলে রাখতে না পারায় আক্ষেপ প্রকাশ করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। এ ব্যাপারে তিনি বলেন, ‘তামিম বরাবরই ভালো ক্রিকেট উপহার দিয়ে থাকেন। এশিয়া কাপে তামিমের না থাকাটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’
তিনি আরো বলেন, ‘এশিয়া কাপে সে থাকলে ভালো হতো। এই ফরম্যাটে আমরা যেহেতু খুব ভালো করতে পারছি না, তাই পূর্ণশক্তির দল নিয়ে মাঠ নামাটাই জরুরি।’
তাই বলে ইমরুলের অন্তর্ভুক্তিকে হেয় করছেন বিশ্ব ক্রিকেটের ফ্রেশ ইমেজের অন্যতম এই ক্রিকেট ব্যক্তিত্ব। এখন এই বাঁ-হাতির উপরও ভরসা রাখছেন ম্যাশ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More