জিম্বাবুয়ের সাথে চলছে বাংলাদেশ দলের পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। কে কোন অবস্থানে ভালো খেলবে, কাকে কোথায় খেলালে দলের জন্য ভালো এসব ঠিক করতেই নতুন-পুরনো মুখ মিলিয়ে চলছে এই সিরিজ। পরীক্ষায় প্রথম দুই ম্যাচ সফল হলেও এখনো দুই ম্যাচ বাকী। এর মধ্যে নতুন চিন্তার নাম তামিম ইকবাল খান। প্রথমবারের মতো বাবা হচ্ছেন তামিম। সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ ২ মার্চ। সে হিসেব করেই এশিয়া কাপ থেকে ছুটি নিয়েছেন তিনি। তাই এশিয়া কাপে তামিম থাকছেন না এটা নিশ্চিত। কিন্তু তার সেই শূন্য স্থান পূরণ করতে সেখানে কাকে খেলানো হবে সেটাই এখন নতুন চিন্তা। সেক্ষেত্রে তামিম চাচ্ছেন জিম্বাবুয়ের সাথে শেষ দুই ম্যাচ না খেলতে যাতে তার অবস্থানে ব্যাটিং উদ্বোধনে অন্য কাউকে পরোখ করে নেয়া যায়।
তবে তামিমের শেষ দুই ম্যাচ খেলতে না চাওয়ার আরেকটি কারণও দেখানো হয়েছে। তামিমের মায়ের সাথে সন্তানসম্ভবা স্ত্রী আয়েশার আজ ব্যাংকক চলে যাওয়ার কথা। তাদের সেখানে একটু গুছিয়ে দিয়ে আসতে তামিমও সিরিজ শেষে কয়েক দিনের ছুটি নিচ্ছেন। শেষ দুই টি-টোয়েন্টিতে ম্যাচে তামিম না খেললে তা হবে ব্যাটিং নিয়ে হাথুরুসিংহের আরেকটা পরীক্ষার সুযোগ। কোচের চিন্তায় নতুন কিছু উঁকি না দিলে ইনিংস শুরু করতে পারেন তখন সৌম্য সরকার আর ইমরুল কায়েস। এমনকি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও নাকি এই জায়গায় কোচের সাথে একমত। এমন হলে ২০১৪ এশিয়া কাপের পর এই প্রথম জাতীয় দলের কোনো ম্যাচে একাদশে থাকবেন না বাঁহাতি এই ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিও মিস করবেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর এই প্রথম।
সূত্র : প্রিয়.কম