বৃহস্পতিবার সকালেই খবরটি ছড়িয়ে পড়ে। বাংলাদেশ দলের তরুণ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের দলের হয়ে খেলা এই দুই ক্রিকেটারের বোলিং অ্যাকশন সন্দেহ করায় অবাকই হয়েছেন অনেকেই। বিস্মিত পুরো বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।
কিছুটা অবাক হয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। আম্পায়াররা তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহ করায় তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন এই বাংলাদেশ কোচ।
বৃহস্পতিবার ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আমাদের জন্য খবরটি বিস্ময়ের হলেও তা মেনে নিতেই হবে।’ তিনি বলেন, ‘আমার বোলারদের নিয়ে যদি তাদের উদ্বেগ থাকে, তবে তাদের কর্মকাণ্ড নিয়েও আমার উদ্বেগ আছে। কারণ আমি (বোলারদের) কোনো ভুল দেখছি না।’
বোলার অ্যাকশন নিয়ে এমন সন্দেহ পোষণ করার সময় নিয়েও প্রশ্ন তোলেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘তারা (তাসকিন ও সানি) গত ১২ মাস ধরে একইভাবে বল করে চলছে। তারা (আইসিসি) সেই সব ম্যাচ পরিচালনাও করেছে। গতকাল তারা অবশ্যই আলাদা কিছু দেখেছে। এটুকুই আমি বলতে পারি।’
তবে এই বিষয়টি নিয়ে খেলোয়াড়রা মোটেও চিন্তিত নন বলে জানান হাথুরুসিংহে, ‘আমরা বুধবার রাতেই খবরটা জেনেছি। অভিযুক্ত দুই খেলোয়াড়ও তখনই খবরটা জেনেছে। কিন্তু বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নই। যতটুকু কাছ থেকে দেখেছি তারা খুবই নির্ভার।’
দুই খেলোয়াড়ের অ্যাকশন নিয়েও সংশয় নেই বাংলাদেশ কোচের। এ ব্যাপারে তিনি বলেন, ‘তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশনে সন্দেহ করার কিছু নেই। আমার বিশ্বাস ওদের অ্যাকশন যথেষ্টই ঠিক। ওরাও তাই বিশ্বাস করে।’
তবে আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে তাহলে ১৪ দিনের মধ্যে আইসিসির কোনো অনুমোদিত ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। অবশ্য পরীক্ষার ফল না আসা পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন তাঁরা।