বাংলাদেশের বেধে দেয়া ২১৮ রানের জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতেই পাঁচটি উইকেট হারিয়ে চাপে পড়লেও কাইরন পোলার্ড ও দিনেশ রামদিনের ওপর ভর করে বেশ ভালোভাবেই জিতল ওয়েস্ট ইন্ডিজ। তিন উইকেটে হারল বাংলাদেশ ।
ওয়েস্ট ইন্ডিজ দল শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান গেইলের উইকেট হারায়। গেইল মাশরাফির বলে আউট হওয়ার আগে করেছেন ১৮ বলে ৩ রান। এরপর সাজঘরে ফেরেন ড্যারেন ব্রাভো। আল-আমিনের বলে খেলতে গিয়ে মুশফিকের গ্লাভসবন্দী হয়েছেন তিনি। আউট হওয়ার আগে তিনি করেছেন ১৪ বলে ৭ রান।
ব্রাভো আউট হওয়ার পরপরই আউট হয়েছেন ক্রিক এডওয়ার্ড, লেন্ডল সিমন্স ও ডোয়াইন ব্রাভো।ক্রিক এডওয়ার্ড মাহমুদউল্লাহর বলে বোল্ড হন। এরপর লেন্ডল সিমন্স ও ডোয়াই ব্রাভোকে ফিরিয়ে দিয়ে দারুনভাবে বাংলাদেশ দলকে খেলায় ফেরান আল-আমিন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আলআমিন তিনটি, মাশরাফি ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট নিয়েছেন। এর আগে আনামুল হক বিজয়ের শতক সত্বেও সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিকে বড় লক্ষ্য বেধে দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মুশফিবাহিনীর পুঁজি ২১৭।ক্যারিয়ারে তৃতীয় ওয়ানডে শতক হাঁকানো বিজয় ১০৯ রান করে ইনিংসের শেষ বলে আউট হন।
গ্রানাডায় টস হেরে ব্যাটিংয়ে গিয়ে সাবধানী শুরু পায় বাংলাদেশ। তামিম-বিজয়ের উদ্বোধনী জুটি থেকে আসে ৪১ রান।তবে ১৩তম ওভারে হোল্ডারকে পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে পোলার্ডের হাতে ধরা পড়েন তামিম(২৬)।আর এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংললাদেশ।একপর্যায়ে ১৪১ রানেই সাজঘরে ফিরে যান ৫ টাইগার ব্যাটার।তবে এরপর বিজয়ের সাবধান িব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভারে স্কোর বোর্ডে সম্মানজনক পুঁজি জরো করতে পেরেছে বাংলাদেশ।১৩৮ বলে ১১ চার ও ১ ছয়ে ১০৯ রান করে আউট হন বিজয়।এছাড়াও নাসির ২৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার হোল্ডার ৯ ওভার বল করে ৩৯ রান দিয়ে চার উইকেট শিকার করেন।আজ বাংলাদেশ তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলছে।একাদশের বাইরে আছেন মমিনুল,রুবেল রাজ্জাক ও মিথুন।অন্যদিকে,খাঁটি তিন পেসার ও এক স্পিনারকে নিয়ে একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজও।একাদশের বাইরে আছেন নকিতা মিলার ও ড্যারেন স্যামি।
বাংলাদেশ একাদশ:তামিম,বিজয়,ইমরুল,শুভ,মুশফিক,মাহমুদুল্লাহ,নাসির,সোহাগ,মাশরাফি,আল-আমিন ও তাসকিন। ওয়েস্ট ইন্ডিজ একাদশ:গেইল,এডওয়ার্ডস,ড্যারেন ব্র্যাভো,সিমন্স,ডোয়াইন ব্র্যাভো,পোলার্ড, রামদিন, হোল্ডার, নারিন, রামপাল ও রোচ।