ইলিয়টের জোড়া আঘাতে পাকিস্তানের উদ্বোধনী জুটি আজহার আলী ও আহমেদ শেহজাদের বিদায়ের পর এখন দলের হাল ধরেছেন মোহাম্মদ হাফিজ ও বাবর আজম। আজ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। মোহাম্মদ আমির আর আনোয়ার আলীর তিনটি করে উইকেট নিলেও বিশাল স্কোর করেছে নিউজিল্যান্ড। ইরফান, আমির, আনোয়ারের বিধ্বংসী বোলিংয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু নিকোলস দুর্দান্ত ব্যাটিং করে দলকে বিপর্যয়মুক্ত করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড করে ৮ উইকেটে ২৮০ রান। ২৮১ রান তাড়া করতে গিয়ে সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১০২ রান।