শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১০১ রানে গুটিয়ে গিয়ে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করে স্বাগতিক ভারত। তবে পরের ম্যাচেই ৬৯ রানের দাপুটে জয়ে সিরিজে সমতায় ফেরে মহেন্দ্র সিং ধোনির দল। আর সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে স্রেফ উড়েই গেলো লঙ্কানরা। আগে ব্যাট করে মাত্র ৮২ রানের পুঁজিতে ৯ উইকেটে হারলো দ্বীপরাষ্ট্রটি।
বিশাখাপাত্নমে শ্রীলঙ্কার দেয়া ৮৩ রানের লক্ষ্য হেসে-খেলেই টপকে যায় ভারত। শিখর ধাওয়ানের ৪৬, আজিঙ্কা রাহানের ২২ ও রোহিত শর্মার ১৩ রানের কল্যাণে ১৩.৫ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটির মালিক দুষ্মন্থ চামিরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা লঙ্কানরা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে পরাভূত হয়ে ১৮ ওভারে ৮২ রান তুলতে সক্ষম হয়। ব্যাট করতে নেমে অশ্বিনের প্রথম ওভারেই বিদায় নেন দুই লঙ্কান ব্যাটসম্যান। ডিকভেলা ও দিলশানকে হারিয়ে কক্ষপথ হারিয়ে যাওয়া লঙ্কানদের বিপদ আরো বাড়িয়ে দেন অশ্বিন। চান্দিমাল ও গুনারত্নেকে ফিরিয়ে ম্যাচের ভারতের একচ্ছত্র আধিপত্য স্থাপন করেন অশ্বিন। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সফরকারীরা। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ৮২ তুলতে পারে তারা। দুই অঙ্কের ঘরে রান করতে পারেন শুধুমাত্র দাসুন শানাকা (১৯) ও থিসারা পেরেরা (১২)। ভারতের সফলতম বোলার অশ্বিনের শিকার ৪ উইকেট। এছাড়া সুরেশ রায়না ২টি উইকেট নেন।
এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি আবারো র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলো টিম ইন্ডিয়া। বল হাতে ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট নেয়া অশ্বিনের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।