টস হেরেছেন তো ম্যাচ হেরেছেন—ক্রিকেটে কখনো কখনো এই কথা আলোচনায় উঠে আসে। সময় ও পরিস্থিতির কারণে কথাটি কঠিন বাস্তবতা হয়ে ওঠে অনেক ক্ষেত্রেই। এই যেমন রোববার এশিয়া কাপের ফাইনালে যখন বৃষ্টি হানা দিয়েছে, তখন টসটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
কারণ, একে তো কর্তিত ওভারের ম্যাচ, আর বৃষ্টির কারণে মাঠের অবস্থার অনেকটাই পরিবর্তন এসেছে। এমন অবস্থায় যে দল টসে জিতবে, তারা স্বাভাবিক কারণে ফিল্ডিং নেবে। কারণ এমন সময়ে যারা প্রথমে ব্যাটিংয়ে আসবে, তাদের একটা ভালো স্কোর করা কঠিন হয়ে যায়।
হয়েছেও তাই, প্রথমে ব্যাটিংয়ে নেমে ১২১ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ। ভারত সহজেই এ লক্ষ্যে পৌঁছে যায়। টসে হার ও ২০ রান কম হয়েছে বলেই এ ম্যাচ জেতা সম্ভব হয়নি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
রোববার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমনিতেই আমরা টি-টোয়েন্টিতে খুব একটা ভালো খেলি না, তার ওপর কার্টেল ওভার, এর পর টসে হারায় ম্যাচে আমরা শুরুতেই অনেকটা পিছিয়ে পড়েছি। যেটি পরে ম্যাচে অনেক বেশি প্রভাব ফেলেছে।’
তা ছাড়া নিজেদের ইনিংসে ২০ রান কম হয়েছে বলেও মনে করেন মাশরাফি, ‘একেবারে সোজাসাপ্টা করে যদি বলি, এই ম্যাচে আমরা ২০ রান কম করতে পেরেছি। যেটি আমাদের হারের প্রধান কারণ। আরো ২০ রান যোগ করতে পারলে আর বোলিংটা আরো ভালো হলে ম্যাচটা আমরা জিততেও পারতাম।’