ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতে বুধবার সকালে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে দেশে ফিরেন সাকিব।
আইপিএলের সপ্তম আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহরুখ-সাকিবের নাইট রাইডার্স। এর আগে ২০১২ সালে সাকিবরা চ্যাম্পিয়ন হয়।
আইপিএলের সপ্তম সংস্করণে ১৩ ম্যাচে ২২৭ রানের পাশাপাশি ১১টি উইকেট দখল করেন সাকিব। সাকিবের পারফরমেন্সে দারুণ উচ্ছ্বসিত নাইট মালিক কিং খান ও দলপতি গম্ভীর।
এদিকে আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ সাকিব আল হাসান সিয়াট এর বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোযাড়ের পুরস্কার জিতে নেন।