বিশ্বকাপে অংশ নিতে গতকাল বিকালে ধর্মশালায় পৌঁছায় বাংলাদেশ দল। আজ মঙ্গলবার সকালে এইচপিসিএ স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নেমেছে মাশরাফিরা। এরপর রয়েছে প্রেস ব্রিফিং। তবে গতকাল রাতভর ধর্মশালায় রাতভর বৃষ্টি হওয়ায় আজ বাংলাদেশ দল আদৌ অনুশীলন করতে পারবে কীনা তা নিয়ে সন্দেহ থাকলে ও শেষমেষ অনুশীলন করে বাংলাদেশ দল। গতকাল সকালের দিকে বৃষ্টি না থাকলেও দুপুরের পর আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা সময় পর্যন্ত থেমে থেমে বৃষ্টি পড়ছিল স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বছরের এই সময়টায় ধর্মশালায় বৃষ্টি হয়। সেই সাথে বরফও পড়ে। তবে এ বছর এখনো বরফের দেখা না মিললেও স্টেডিয়াম সংলগ্ন ধৌলাধার পর্বতের চূড়ায় শ্বেতশুভ্র বরফ জমে রয়েছে।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ধর্মশালায় ভারত পাকিস্তানের ম্যাচটি যাতে না হয়, সেজন্য স্থানীয় কিছু গ্রুপ আপত্তি জানিয়েছে। তাদের আপত্তির মুখে ধর্মশালার মুখ্যমন্ত্রী ওই ম্যাচে নিরাপত্তা দিতে পারবেন না বলে ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। তবে ধর্মশালায় বিশ্বকাপের অন্যান্য ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।