ধর্মশালায় বিয়ের প্রস্তাব পেলেন টাইগার ড্যাশিং অলরাউন্ডার সাব্বির রহমান। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে যখন বাংলাদেশ নেদারল্যান্ডসের মুখোমুখি তখন গ্যালারি থেকে এ তরুণী এ আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড তুলে ধরলে, তা আটকে যায় ক্যামেরার চোখে।
সাব্বিরের জন্য ব্যাপারটি নতুন হলেও এ ধরণের ঘটনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে আরেক টাইগার পেস সেনসেশন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষে দেশে ফেরত টাইগারদের অভ্যর্থনা জানাতে আসা টাইগার ক্রিকেট প্রেমিরা মধ্যে কিছু কিছু তরুণী ‘মেরি মি তাসকিন’ প্লাকার্ড উচিয়ে ধরেছিলো।
গত বছর থেকেই টাইগার একাদশের অবিচ্ছেদ্য অংশে পরিনত হওয়া সাব্বির পুরো এশিয়া কাপ জুড়ে ছিলেন দুর্দান্ত ফর্মে। এশিয়া কাপে সর্বোচ্চ রানের সংগ্রহের পাশাপাশি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।