ঢাকা: একটি বিজ্ঞাপনের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল ভারতের একদিনের দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। রিপোর্ট অনুসারে, ২৫ ফেব্রুয়ারি ধোনিকে কোর্টে হাজিরা দিতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৪ এপ্রিল একটি ম্যাগাজ়িনের কভার ফোটোতে ধোনিকে ভগবান বিষ্ণুরূপে দেখানো হয়। সেখানে ধোনি তার একাধিক হাতে ধরেছিলেন বিজ্ঞাপনসংস্থার বিভিন্ন সামগ্রী। এরপরই ধোনির বিরুদ্ধে মামলা করেন এক সমাজকর্মী।
আজ অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি কোর্ট এই মামলার পরিপ্রেক্ষিতেই ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও ইতিপূর্বেই ধোনি জানিয়েছিলেন, “আমি ওই নিউজ় ও ছবিবাবদ কোনও অর্থ নিইনি। এমনকী, ম্যাগাজ়িনে পোস্ট হওয়া ওই ছবিও আমি তোলাইনি।”
একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ় খেলতে ধোনি এখন অস্ট্রেলিয়ায়।