এ যেন গুরু মন্ত্রেই গুরু বধ। টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসিস চান আইপিএলের চেন্নাই সুপার কিংস মডেল অনুসরণ করে ভারতকে হারাতে। আইপিএলে প্লেসিস খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
সেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল পরিচালনা, স্ট্র্যাটেজি খুব পছন্দ প্রোটিয়া নেতার। সঙ্গে সিএসকেতে খেলা মাইক হাসির ব্যাটিংকেও অনুপ্রেরণা হিসেবে দেখছেন প্লেসিস। হাসি এখন ভারতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামশর্দাতা হিসেবে।
প্লেসিস জোরের সঙ্গেই বলছেন, চলতি সিরিজি তাদের দলের পেসারদের ভূমিকায় প্রধান হতে চলেছে। ভারতকে হারাতে হলে পেস বোলারদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে বলেও প্লেসি জানান।
২ অক্টোবর ধর্মশালায় শুরু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।