গাস হিডিঙ্কের অধীনে ঘরের মাঠে জয় তুলে নিয়েছে চেলসি। এফএ কাপের তৃতীয় রাউন্ডে স্কানথর্প ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ৪র্থ রাউন্ডে উঠেছে ব্লুজরা।
স্ট্যামফোর্ড ব্রীজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলে চেলসি। ফলস্বরূপ ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় স্বাগতিকরা। ইভানোভিচের অ্যাসিস্টে প্রতিপক্ষের জালে বল জড়ান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। এরপর অনেকবার চেষ্টা করেও প্রথমার্ধে আর সমতা ফেরাতে পারেনি অতিথি স্কানথর্প।
বিরতির পর ফিরে আরো আগ্রাসী ঢংয়ে খেলতে থাকে অল ব্লুজরা। প্রায় ৪২ হাজার দর্শককে আনন্দে ভাসিয়ে ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে গাস হিডিঙ্কের দল।
টানকোর বাড়ানো বলে চেলসির হয়ে ২য় গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার রুবেন লফটাস-চেক। এরপর বাকি সময়টা ম্যাচে আর কোন গোল না হওয়ায় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে চেলসি।