এবার কর ফাঁকি মামলায় জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। সাবেক ক্লাব সান্তোসে থাকাকালীন সময়ে ট্যাক্স ফাঁকির কারণে নেইমারের নামে ১ লাখ ১২ হাজার ডলার জরিমানার শাস্তি ঘোষণা করে ব্রাজিলের সাও পাওলোর একটি আদালত। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা।
নেইমারের ট্যাক্স ফাঁকির মামলায় জড়ানো হয়েছে তার বাবা সিনিয়র নেইমারকেও।
এ বিষয়য়ে নেইমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। কারণ জরিমানার পরিমাণটা অস্বাভাবিক বেশি। অবশ্য বার্সেলোনায় নেইমার পারিশ্রমিক পান সপ্তাহে ২ লাখ ১৫ হাজার ডলার করে।
প্রসংত, ২০১২ সালেই ব্রাজিলের অর্থনৈতিক কর্তৃপক্ষ নেইমারের এই কর ফাঁকির বিষয়টি প্রথম টের পায়। এরপরই তারা এ নিয়ে মাঠে নামে।