নিয়মিত বিরতিতে তিনটি উইকেটের পতন ঘটিয়ে নেপালকে চাপের মধ্যে রেখেছে বাংলাদেশের যুবারা। নেপালের অধিনায়ক রাজু রিজাল আউট হওয়ার পর রাজবীর সিংকে সাজঘরে পাঠান সালেহ আহম্মেদ শাওন। এরপর রান আউট হয়েছেন কুশাল ভুরতেল। বেলা পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ৪২ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান। ১১তম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেপাল। আজ সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে নেপালের অধিনায়ক রাজু রিজাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিং করতে নেমে ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে পেসার সাইফউদ্দিনের বলে বোল্ড হন স্বন্দীপ সুনার (৭)। পরের ওভারের প্রথম বলে পেসার মেহেদী হাসান রানার বলে স্লিপে ক্যাচ তুলে দেন জোগেন্দ্র সিং কারকি (১)। দ্রুত ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুলে নেপালের অধিনায়ক রাজু রিজাল ও সুনিল ধামালা। বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙে রান আউটে। ১৯তম ওভারের প্রথম বলে নাজমুল হোসেন শান্তর থ্রোতে উইকেটরক্ষক জাকির হাসান স্ট্যাম্প তুলে সুনিল ধামালাকে (২৫) আউট করেন। ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলছে। অন্যদিকে নেপাল গ্রুপ ‘ডি’ থেকে রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনাল খেলছে। বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার আব্দুল হালিমের পরিবর্তে খেলছেন বাহাতি পেসার মেহেদী হাসান রানা।