টেবিল টেনিসের সূতিকাগার হিসেবে পরিচিতি নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপী কামাল আতীক স্মৃতি প্রাইজমানি টেবিল টেনিস প্রতিযোগিতা। কামাল আতীক স্মৃতি পরিষদের উদ্যোগে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কিউএম জাহিদ আতীক।
টেবিল টেনিস পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তৃতা রাখেন টেবিল টেনিস পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন বিল্লাহ, সাবেক জাতীয় টেবিল টেনিস তারকা কাজী আতীক আখি, খন্দকার আল মোস্তফা বিল্লাহ, সাবেক পৌর কমিশনার খালিদ আতীক, টেবিল টেনিস কোচ কে এম তৌহিদুল ইসলাম, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম মাহাবুব মোর্শেদ জাপল প্রমুখ।
প্রতিযোগিতায় বালক ও বালিকা ৫টি গ্রুপে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও জেলা পর্যায়ের টেবিল টেনিস তারকাসহ টেবিল টেনিসপ্রেমীরা উপস্থিত ছিলেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ প্রতিযোগিতা শেষ হবে।