টেবিল টেনিসের সূতিকাগার হিসেবে পরিচিতি নড়াইলে শেষ হলো কামাল আতীক স্মৃতি প্রাইজমানি টেবিল টেনিস প্রতিযোগিতা। কামাল আতীক স্মৃতি পরিষদের উদ্যোগে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কিউএম জাহিদ আতীকের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস।
অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন টেবিল টেনিস পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন বিল্লাহ, সাবেক জাতীয় টেবিল টেনিস তারকা কাজী আতীক আখি, খন্দকার আল মোস্তফা বিল্লাহ, টেবিল টেনিস কোচ কেএম তৌহিদুল ইসলাম প্রমুখ।
এসময় জাতীয় পর্যায়ের সাবেক টেবিল টেনিস তারকা কাজী আতীক আখিকে সম্মাননা দেয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বালক ও বালিকা ৫টি গ্রুপে ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
Next Post