ঢাকাঃ পঞ্চমবারের মতো শিরোপা জিতল শ্রীলঙ্কা। ১২তম এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে শিরোপা জিতে নেয় লঙ্কানরা। জয়ের জন্য ২৬১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ২২ বল হাতে রেখেই ৫ উইকেটে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় তারা। এর আগে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে পাকিস্তান দল।
মালিঙ্গার তোপের মুখে পরে শুরুতে দিশেহারা হয়ে যায় পাকিস্তান দল। ওপেনিং জুটির শারজিল খান ৬ বল খেলে ব্যক্তিগত ৮ রানের মাথায় মালিঙ্গার বলে আউট হন। আরেক ওপেনার আহমেদ শেহজাদও তার বলেই এলবিডব্লিউ সাজ ঘরে ফেরেন ৭ বলে ৫ রান করে। এরপর মালিঙ্গার স্পিনে ঘরে ফেরেন হাফিজও। দারুণভাবে ১২২ রানের জুটি গড়েন ফাওয়াদ আলম ও মিসবাহ-উল-হক। দলীয় ১৪০ রানে মালিঙ্গার চতুথ শিকার হয় মিসবাহ। শেষ ওভারে মালিঙ্গার পঞ্চম শিকার হন ওমর আকমল।
মিরপুরে গত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছিল পাকিস্তান দল।
হার দিয়ে যাত্রা শুরু হলেও পরের তিনটি ম্যাচ জয় লাভ করে ফাইনাল খেলা নিশ্চিত করেছিল মিসবাহ উল হকের দল।