এতোক্ষনে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পৌছে গেছে। কিন্তু মেলবোর্ন ছাড়ার সময় সঙ্গে নিয়ে গেছে প্রবাসী কিছু বাংলাদেশী সমর্থকদের আচরণের বিস্ময়।ইতিমধ্যে খবরে প্রকাশ হয়েছে যে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর দিন জুম্মার নামাজ শেষে মেলবোর্নের একটি মসজিদে প্রবাসী বাংলাদেশীদের দ্বারা এক ধরণের লাঞ্ছনা শিকার হয়েছেন মাশরাফিন বিন মুর্তজা। খুবই দুঃখজনকভাবে এক বা একাধিক প্রবাসী এ সময় দারুন দুর্ব্যাবহার করে মাশরাফির সঙ্গে। এমনকি গায়ে হাত তোলা পর্যন্তও নাকি গড়িয়েছে ঘটনা।মাশরাফি এতোটা স্বীকার না করলেও একটি ইংরেজী দৈনিকের সঙ্গে কথোপকথনে স্বীকার করেছেন যে একটা অপ্রীতিকর পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছিল এবং সেই পরিস্থিতিতে তিনি বিস্মিত।
মাশরাফি মনে করেন, লোকেদের হতাশ হওয়ার সুযোগ তাদের পারফরম্যান্সে আছে। কিন্তু এটাও মনে রাখা উচিত যে, তারা কষ্ট করছেন, ‘হ্যা, আমাদের পরাজয়ে সমর্থকরা তো হতাশ হতে পারেন। কিন্তু আমরাও ভালো করার চেষ্টা করছি। কঠোর পরিশ্রম করছি। যারা এদিন ক্যাচ ফেলেছে, এরাই কিন্তু আগে ভালো ক্যাচ নেওয়ার জন্য আলোচনায় এসেছে অনেকবার। ফলে এটাকে একটা খারাপ দিন হিসেবেই দেখা উচিত।’