দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে আর খেলা হচ্ছে না স্টিভেন ফিনের। তার স্থানে ওয়ানডে ও টি-২০ স্কোয়াডে দলে ডাকা হয়েছে লিয়াম প্লানকেটকে। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে বলেছে, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন ফিন। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে তার পিঠের বাম পাশে পেশীতে টান ধরা পড়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া চতুর্থ ও শেষ টেস্ট পর্যন্ত দর্শক হিসেবে ফিন দক্ষিণ আফ্রিকায় থাকবেন।
ইতোমধ্যেই সফরকারী ইংল্যান্ড সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্লানকেট বর্তমানে ইংল্যান্ড লায়ন্স দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। পাকিস্তান-এ দলের বিপক্ষে প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলে সপ্তাহের শেষেই তিনি দক্ষিণ আফ্রিকা রওয়ানা হবেন।