বর্ষসেরা তালিকা প্রকাশ ! নেইমার বাদ ?

0

1408707955কয়েক দিন আগে পর্যন্ত বর্ষসেরা ফুটবলারের তালিকায় প্রথম তিনজনের মধ্যে ঘোরাফেরা করছিল নেইমারের নাম৷‌ ফিফার ব্যালন ডি’ওর-এ মেসি ও রোনালদো গত সাত বছর ধরে রাজত্ব করেছেন৷‌ কিন্তু ব্রাজিলিয়ান পোস্টার বয়ের দুরন্ত ফর্মের দিকেই এবার পাল্লা ছিল ভারী৷‌ কিন্তু কলম্বিয়া ম্যাচে লালকার্ড দেখে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর ছবিটা পাল্টে গেছে৷‌

বিশ্ব ফুটবলে বিশেষজ্ঞদের মধ্যে যা গুঞ্জন চলছে, তাতে ব্যালন ডি’ওর-এর ধারেকাছে হয়ত থাকা হচ্ছে না বার্সা স্ট্রাইকারের৷‌ বার্সার জার্সিতে নেইমার দারুণ খেললেও, কোপায় তার প্রদর্শন মোটেও ভাল ছিল না৷‌ গত বছর বিশ্বকাপে সুয়ারেজ চিয়েলিনিকে কামড় দেওয়ায়, গোটা মরশুম ভাল খেলা সত্ত্বেও ফিফা বর্ষসেরার তালিকায় সুয়ারেজকে রাখেনি৷‌ একই ঘটনা ঘটতে পারে নেইমারের ক্ষেত্রেও৷‌
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More