এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল ও প্রশংসিত বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তার বোলিং বৈচিত্র্য সবাইকে বুঁদ করে রেখেছে। বাংলাদেশের কাটার মাস্টার প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়েই সুপারহিট। প্রতি ম্যাচে থাকছেই তার নতুন নতুন চমক। আজ তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের পঞ্চম ম্যাচে বলিউড তারকা প্রিতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে রাত সাড়ে ৮টায়।
প্রিতির দলকে নিশ্চয়ই একটু বাড়তি পড়ালেখা করতে হয়েছে মুস্তাফিজকে নিয়ে। এমনিতে তারা পয়েন্ট টেবিলের তলানির দল। ৪ ম্যাচের ৩টিতে হেরেছে। দলটা ঠিক মতো জ্বলে উঠতে পারছে না। তার ওপর এমন ব্যতিক্রমী বোলারকে সামলানো সহজ কথা না। ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। দলের সবচেয়ে কিপ্টে বোলার মুস্তাফিজ। শেষ ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রানে নিয়েছেন ১ উইকেট। আর গোটা আসরে ওভার প্রতি গড়ে ৬.৬২ রান দিয়েছেন। তবে স্লোয়ার, অফ কাটার, লেগ কাটার, ইয়র্কার, গতি বৈচিত্র্যে তার মিডিয়াম পেস বোলিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মুস্তাফিজ। তাই স্বাভাবিকভাবেই বলা যায়, ‘বলিউড তারকা প্রীতি জিনতার ভাবনা জুড়ে শুধু মুস্তাফিজ’।
সানরাইজার্স প্রথম দুই ম্যাচে হেরে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার সামনে থেকে দলকে দিচ্ছেন নেতৃত্ব। আগের ম্যাচে ফিফটি করে ফর্ম ফিরে পেয়েছেন শিখর ধাওয়ান। তাতে সানরাইজার্সের ব্যাটিং শীর্ষেও শক্তি ফিরে পেয়েছে। বোলিংয়ে ভুবনেশ্বর কুমার আছেন। ৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। আগের ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শিখছেন ভুবনেশ্বর। তার মানে দুই পেসারের বোঝাপড়াটা বেশ ভালোই যাচ্ছে। মুস্তাফিজ বল করছেন পাওয়ার প্লে ও ডেথ ওভারে। ভুবনেশ্বরও তাই। এই জুটির ওপর তাই অনেকটাই নির্ভর করছে সানরাইজার্সের ভাগ্য।