দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে এক উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে কলকাতার পক্ষে এই অলরাউন্ডার দারুণ এক স্পেল শেষ করেছেন। টি-টোয়েন্টি খেলায় যেখানে বোলারদের রান খরচ করতে হয় অকাতরে সেখানে চার ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট নিয়েছেন এই বাংলাদেশি ক্রিকেট তারকা। দিল্লি ডেয়ারডেভিলসের কেডি কার্তিককে ব্যক্তিগত ৩৬ রানে ক্যালিসের হাতে ক্যাচ তুলে দেওয়ায় প্ররোচিত করে প্যাভিলিয়নে পাঠান কলকাতা নাইট রাইডার্সের অপরিহার্য হয়ে ওঠা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বোলিং ইকোনমি রেট ৩.২৫। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা দিল্লি ডেয়ারডেভিলস শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার দুই বলে পাঁচ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করেছে। বোলিংয়ে সাকিব ভালো করার পাশাপাশি সমর্থকদের প্রত্যাশা এখন ব্যাট হাতেও ভালো করবেন। এর আগে রাজস্থান রয়ালসের বিপক্ষে দুই উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪ বলে ২১ রান করেও দলকে জেতাতে পারেননি।
Next Post