টানা তৃতীয়বারের মত বাংলাদেশে অনুষ্ঠিত হলো এশিয়া কাপের আসর। এর মধ্যে দুইবার ফাইনাল খেলেছে টাইগাররা। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নেমেছে এশিয়া কাপের ১৩তম আসরের। স্বাগতিকদের হারিয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এশিয়া কাপ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা। সেই সাথে বাংলাদেশ দল ক্রিকেটে যে উন্নতি করেছে তারও প্রশংসা করেছেন তিনি।
রবিবার ম্যাচ শেষে দেয়া বক্তব্যে বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ দল এখন পরিণত। তারা অনেক ভাল ক্রিকেট খেলছে।