পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে চায় পিসিবি।
সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষে নিজ দেশে ফিরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড চেয়ারম্যান।
তিনি বলেন,আমরা বাংলাদেশকে পাকিস্তানে একটা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। তারা এ ব্যাপারে ইতিবাচক সাড়াও দিয়েছে।আমরা তাদের অনূর্ধ্ব ১৯ ও মহিলা দলকেও পাকিস্তানে পাঠানোর কথা বলছি। বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান আসার ব্যাপারটি আগস্টের শুরুতে হতে পারে।
পিসিবি চেয়ারম্যান বলেন, জিম্বাবুয়ের পাকিস্তান সফরে আসবে এটা প্রায় নিশ্চিত। জিম্বাবুয়ের পর আমরা বাংলাদেশকে চাই। এব্যাপারে ঢাকার ইতিবাচক সাড়া মিলেছে বলে তিনি সাংবাদিকদের জানান।
পাকিস্তানে শ্রীলংকা দলের ওপর তালেবানের হামলার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ আছে। বাংলাদেশ ২০১২ সাল থেকে পাকিস্তান সফরে যাবার কথা। কিন্তু এ বিষয়ে সুরাহা না হওয়ায় কোন সিডিউল হয়নি।
অবশ্য জিম্বাবুয়ে সফর নিয়ে এখনো ধোয়াশা কাটেনি। এ মাসের শুরুতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তানের নিযুক্ত নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূত মারা যান। দুর্ঘটনার আসল কারণ জানা না গেলেও তালেবানরা দাবি করেছে, তাদের হামলাতেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কদিন আগে করাচিতে বন্দুকধারীর গুলিতে ৪৩ জন বাসযাত্রী নিহত হন।
শাহরিযয়ারের মন্তব্যের সূত্র ধরে পাকিস্তানের সরকারি বার্তা সংস্থা পিটিআই শিরোনাম করেছে: ‘জিম্বাবুয়ের পর পিসিবি বাংলাদেশকে হোম সিরিজের জন্য আমন্ত্রণ জানিয়েছে।
এ বিষয়ে বিসিবির বক্তব্য, পাকিস্তানে মূল দল পাঠানোর ব্যাপারে কোনো আলোচনাই হয়নি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন, ‘পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মূল দল পাঠানোর ব্যাপারে এখনো আমাদের কোনো কথা হয়নি। কেবল মহিলা দল ও ডেভেলপমেন্ট প্রোগ্রামের টিম পাঠানোর ব্যাপারে কথা হয়েছে।