[ads1]ওয়ানডে ক্রিকেটকে এগিয়ে নিতে লিগ চালু করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেক্ষেত্রে বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশগুলোর সাথে জায়গা হতে পারে আইসিসির সহযোগী আরো তিনটি দেশের। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সাল থেকে ১৩ জাতির এই টুর্নামেন্ট শুরু হবে। টেস্ট দলগুলোর সাথে সুযোগ পাবে আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং আরো একটি সহযোগী দল। ধারণা করা হচ্ছে, সেটি হতে পারে নেপাল। তিন বছর ধরে চলবে এই লিগ। যেখানে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে। সেক্ষেত্রে প্রতিটি দল ফাইনাল খেলবে। সাথে খেলবে মোট ৩৬টি ওয়ানডে ম্যাচ। মূলত, ওয়ানডে ক্রিকেটকে নতুন আঙ্গিঙ্কে সাজাতেই আইসিসির এই ভাবনা। যদি এটি বাস্তবায়ন করা সম্ভব হয়, এই লিগের ফলাফলের ওপর নির্ভর করে নির্ধারিত হতে পারে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও। এই লিগের পাশাপাশি আলোচনা সাপেক্ষে দ্বিপাক্ষিক সিরিজেরও আয়োজন করতে পারবে দেশগুলো যা কিনা লিগের ম্যাচ হিসেবে যোগ হবে না। এমন নিয়মে সবচেয়ে লাভবান হতে যাচ্ছে সহযোগী দেশগুলো। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে পারবে যা আগে অনেক কঠিন ছিলো। একই সাথে বাংলাদেশের মতো ওয়ানডেতে প্রতিনিয়ত শক্তিশালি হয়ে ওঠা টেস্ট খেলুড়ে দলগুলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে নিয়মিত খেলার মাধ্যমে নিজেদের শক্তি পরীক্ষা করতে পারবে।[ads2]