বাংলাদেশের জয়ে কিংবদন্তিরা কে কী বলছেন

0

wasim Lara shen worn shacinঅস্ট্রেলিয়ার এডিলেডের ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ । আর অপরদিকে ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ রানে হেরে বিশ্বকাপই শেষ হয়ে গেছে ইংলিশদের । এই রুদ্ধশ্বাস ম্যাচে টাইগারদের এমন জয়ের পর অনেকে যেমন টাইগারদের অভিনন্দন জানাচ্ছেন তেমনি ইংলিশদের প্রতিও আসছে সমালোচনার তীর । বাংলাদেশের জয়, কিংবদন্তিরা কী বলছেন আসুন জেনে নিই তাদের ম্যাচ পরবর্তী টুইট থেকে…

সাবেক ইংল্যান্ড দলের অলরাউন্ডার ইয়ান বোথাম বাংলাদেশকে যোগ্য প্রাপ্য দিলেও ধোয়ে দিয়েছেন ইংলিশ নির্বাচকদের । এবং টুইটারে তিনি লিখেছেন ‘বাংলাদেশ ভালো খেলেছে । ইংল্যান্ডের জন্য বেদনা হচ্ছে । নির্বাচকরা যে আর কবে ওয়ানডে খেলার মতো একটা দল তৈরি করতে পারবেন? সময় এসেছে পরিবর্তনের ।’
আর বাংলাদেশের কাছে হেরে উত্তসূরীদের বিশ্বকাপ শেষ হওয়াকে যেন বিশ্বাসই করতে পারছেন না সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না । একদমই পারছি না। বাংলাদেশ ভালো খেলেছে । জয়টা তাদের প্রাপ্য ।’

সাবেক অস্ট্রেলিয়ান গ্রেট লেগস্পিনার শেন ওয়ার্নও ইংল্যান্ড দল নির্বাচন এবং খেলোয়াড়দের সমালোচনা করেছেন । শেন ওয়ার্নের মতে ‘ইংল্যান্ড ভুল দল নিয়ে ভুল স্টাইলে খেলেছে । আজকের এই পারফরম্যান্স শক খাওয়ার মতো কিছু না । মরগানের কথা ভাবছি, কোচও সমস্যায় আছে ।’

তবে ইংলিশদের দুর্দিনে সবচেয়ে বড় খোচাটা দিয়ে দিয়েছেন বোধহয় ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা । সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান লিখেছেন, ‘অনুগ্রহ করে ইংলিশদের সুন্দর করে বিদায় দিন । বাংলাদেশ দল আসলেই দুর্দান্ত ।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More