এসএ গেমসে উদ্বোধনের আগেই মেয়েদের ফুটবলে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ দল। ব্যর্থতার সেই ধারা থেকে বাংলাদেশ দল এখনো বের হয়ে আসতে পারেনি। গেমসের দ্বিতীয় দিন কোনো ইভেন্টেই স্বর্ণপদক জিততে পারেনি। তবে দেশকে আসরের প্রথম পদক এনে দেন ভারোত্তোলক মোল্লা সাবিরা। গোয়াহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ জেতেন তিনি। স্ন্যাচে ৬৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ৮০ কেজি মোট ১৪৩ কেজি উত্তোলন করে এই পদক জেতেন সাবিরা। এই বিভাগে ভারতের সাইকুম মিরাবাই চানু ১৪৫ কেজি তুলে স্বর্ণ এবং ১৪৫ কেজি উত্তোলন করে রুপার পদক জেতেন শ্রীলঙ্কার প্রতিযোগী দিনুশাহানসানি। মোল্লা সাবিরার পর পুরুষ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেন মুস্তাইন বিল্লাহ। স্ন্যাচে ১০০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১২৫ মোট ২২৫ কেজি তুলে ব্রোঞ্জ পান বিল্লাহ। এটি এসএ গেমসে বিল্লাহর প্রথম পদক জয়। গতকাল বাংলাদেশ ভারোত্তোলন ডিসিপ্লিন থেকে মোট চারটি ক্যাটাগরি থেকে পেল দুটি পদক। এই ওজন শ্রেণীতে শ্রীলঙ্কার কুরুকুলা (১১৫ ও ১৫০) মোট ২৬৫ কেজি তুলে স্বর্ণ পান। আর নেপালের বিকাশ থাপা (১১২ ও ১৩০) মোট ২৪২ কেজি তুলে রৌপ্য পান। বাংলাদেশ দিনের সেরা সাফল্য পায় মহিলাদের কুস্তিতে। ৬০ কেজি ওজন শ্রেণীতে রিনা আকতার দেশকে রৌপ পদক এনে দেন। প্রতিযোগিতার দ্বিতীয় দিন বাংলাদেশ একটি রৌপ পদকসহ মোট ৯টি পদক জিতে। বাকি ৮টি ছিল ব্রোঞ্জ পদক। মেয়েদের সাঁতারে ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বাংলাদেশের রুমানা আকতার ২ মিনিট ৫১.১৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এই ইভেন্টে পাকিস্তানের সাঁতারু স্বর্ণ ও শ্রীলঙ্কার সাঁতারু রৌপ্য পদক জেতেন। পুরুষদের এই ইভেন্টেও বাংলাদেশের শরিফুল ইসলাম ২ মিনিট ২৬.৯৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক এনে দেন দেশকে।