কদিন আগে গুঞ্জন উঠেছিল, টানা তৃতীয়বারের মতো এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে। দাবির পক্ষে কিছু প্রমাণও মিলেছিল। তবে আদতে তা সত্যি হওয়ার সম্ভাবনা খুব কম। বাংলাদেশের চেয়ে ভারতের মাটিতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
এফটিপি অনুসারে আগামী এশিয়া কাপের আয়োজক ভারত। একই বছর দেশটিতে অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপও। মাত্র কয়েক মাসের ব্যবধানে দু’দুটি টুর্নামেন্ট আয়োজনে বিসিসিআই-এর বেশ আপত্তি। এর পেছনে কারণ হিসেবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড দেখাচ্ছে মাঠের প্রতি দর্শকদের আকর্ষণ কমে যাওয়া ও সুষ্ঠু ব্যবস্থাপনা।
ভারতের এশিয়া কাপের স্বাগতিক হওয়ার আগ্রহ না দেখানোয়ই সম্ভাবনা রয়েছে বাংলাদেশের স্বাগতিক হওয়ার। কিন্তু ভারত থেকে এশিয়া কাপ সরে যাওয়ার সুযোগ খুব একটা নেই। ভারতের পাশাপাশি এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশ আগ্রহ দেখিয়েছে ঠিকই, তবে ভারতে এশিয়া কাপে অংশ নিতে চাচ্ছে শ্রীলংকা ও পাকিস্তানের মতো বড় দলগুলি। কারণ, তা হলে টি২০ বিশ্বকাপের ভেন্যুগুলোতে প্রস্তুতি হয়ে যাবে দলগুলোর। এছাড়া টানা দুটি এশিয়া কাপ বাংলাদেশে হওয়ায় স্বভাবতই অন্য কোনো দেশে টুর্নামেন্টটি খেলতে চাচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো, যেখানে একমাত্র বিকল্প ভারত।