টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়। কিন্তু ম্যাচটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়ানোর কথা রাত আটটায়। রাতের টানা বৃষ্টি ও আবারো ঝরার সম্ভাবনার খবরে যেটির ভাগ্যে এখন অনিশ্চয়তার ছাপ। মাশরাফিদের তাই মাঠে নামার জন্য হিমালয়ের কোল ঘেঁষা হিমাচল প্রদেশের এই শহরের আকাশের দিকে নজর রাখতে হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে ধর্মশালার নিম্নমুখী তাপমাত্রা।
ধর্মশালায় দুপুর পর্যন্ত তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাতে তাপমাত্রা আরো নিম্নমুখী থাকবে। শুক্রবার রাতে সেখানে বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই রাউন্ডে কোনো রিজার্ভ ডে নেই। বল মাঠে না গড়ালে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হবে। অন্যদিকে, আবহাওয়া পূর্বাভাস জানাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-ওমানের ১৩ তারিখের ম্যাচেও। তাসকিন-সানির অনাহূত দুঃসংবাদের ভিড়ে মাশরাফিদের শিবিরে এখন তাই নতুন দুশ্চিন্তার নাম বৃষ্টি-আতঙ্ক!
Prev Post