বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সময়সূচী

0

RSA vs BANভারত সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে প্রায় ২ মাসের সফরে আগামী ৩০ জুন ঢাকায় পা রাখছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সিরিজে টাইগারদের বিপক্ষে প্রোটিয়ারা ২টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে।

সিরিজ শুরুর আগে আগামী ৩ জুলাই ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি:

১ম টি-টোয়েন্টি- ৫ জুলাই সন্ধ্যা ২.৩০ মিনিটে, ভেন্যু- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

২য় টি-টোয়েন্টি- ৭ জুলাই সন্ধ্যা ২.৩০ মিনিটে, ভেন্যু- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
১ম ওয়ানডে- ১০ জুলাই দুপুর ২.৩০ মিনিটে, ভেন্যু- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২য় ওয়ানডে- ১২ জুলাই দুপুর ২.৩০ মিনিটে, ভেন্যু- মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
৩য় ওয়ানডে- ১৫ জুলাই দুপুর ২.৩০ মিনিটে, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
১ম টেস্ট- ২১-২৫ জুলাই, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
২য় টেস্ট- ৩০ জুলাই-০৩ আগস্ট, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০০৮ সালে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হোয়াইওয়াশ হয় টাইগাররা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থান যথাক্রমে ১, ৪, ৬। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৯, ৭, ৯।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More