বাবা আমার পা ধরে কেঁদেছেঃ মাশরাফি

0

mashrafeবাংলাদেশ ক্রিকেটে এক হার না মানা যোদ্ধার নাম মাশরাফি বিন মুর্তজা।তিনি যেমন ক্রিকেটকে ভালোবাসেন ইনজুরি তেমনি তাকে ভালোবাসে। বার বার তাকে লড়াই করতে হয়েছে ইনজুরি সাথে।

আর এই ইনজুরি নিয়ে দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মাশরাফি বলেন, প্রথম যখন আমার পায়ে অপারেশন হয় ২০০৩ এ, আমি আসলে ধকলটা সামলাতে পারিনি। কারণ প্রচন্ড ব্যথা হয়, ফুলে যায়, ডাক্তার সিরিঞ্জ দিয়ে অনেক রক্ত বের করে।

তো এইগুলো অনেক পেইনফুল ছিল। তো আমার বাবা যখন যায়, তারপর আমার বাম পায়ের অপারেশন হয়। তারপর ঐ একই রকম সমস্যা হয়, সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে, তো রাতে প্রচন্ড ব্যথা হত।’

একদিকে অসহ্য ব্যথা অন্যদিকে বাবার সামনে কেঁদে না ফেলার প্রাণপন চেষ্টা ছিল মাশরাফির, ‘তো তখন তো আমার বয়স ছিল আসলে ২০-২১ বছরের মতো। বাবার সামনে কাঁদতে আমি লজ্জা পাচ্ছি।

আমি তাসলে বালিশ টা মুখের উপর রেখে কাঁদতেছি ব্যাথায়, সহ্য করতে না পারে। তখন রাত প্রায় ১২টা-১টা বাজে। তারপরে আমি কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে গেছি।

তারপর একটা সময় রাত ৩টা-৪টা বাজে, তখন উঠে দেখি আমার পা কে ধরে আছে! তো, তাকিয়ে দেখি আমার বাবা পা ধরে হাউমাউ করে কাঁদছে। তো এটাই ছিল বাবার সাথে আমার দেখা সেরা একটা মুহূর্ত।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More