আগামী মাসের শুরুতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দেবেন ইশান্ত শর্মা। তার আগে বিবাহটা সেরে ফেলতে চাইছেন ভারতের এই ডানহাতি পেসার। গত রোববার হবু বধূর হাতে আংটি পরিয়ে বাগদান পর্ব সেরেছেন তিনি। পাত্রী ভারতীয় বাস্কেটবল দলের তারকা প্রতিমা সিং। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে খেলার মাঠের অবসরে নিজেদের মধ্যে প্রেম পর্ব চালাচ্ছিলেন ইশান্ত ও প্রতিমা। অবশেষে বিয়েটাও সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইশান্তের হবু বধূ প্রতিমা সিংয়ের পরিবার ভারতের বাস্কেটবল অঙ্গনে ব্যাপক জনপ্রিয়। ৫ বোনের মধ্যে চারজনই ভারতের জাতীয় বাস্কেটবল দলের হয়ে আগে খেলেছেন বা এখনো খেলছেন। প্রতিমার এক বোন প্রশান্তি সিং অধিনায়কত্ব করেছেন ভারতের নারী বাস্কেটবল দলের। আরেক বোন আকাক্সক্ষা সিং এখনো খেলছেন জাতীয় দলের হয়ে। বাস্কেটবল অঙ্গনে তাদের পরিচয় সিং সিস্টার্স নামে।[ads1]
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের ছবি পোস্ট করে এ খবর দিয়েছেন ইশান্ত নিজেই। এ সময় দুই পরিবারের সদস্য আর বন্ধুবান্ধরা উপস্থিত ছিলেন। অনেক দিন ধরেই প্রতিমার সাথে মন দেয়া নেয়া চলছে ইশান্তের। ম্যারেড ক্লাবে ইশান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন সদ্য বিবাহিত টিমমেট রোহিত শর্মা। গত বছরেই বিয়ে করেছেন রোহিত। আর এই সুযোগে টিমমেটের লম্বা চুল নিয়ে রসিকতা করতেও ছাড়েননি তিনি।
রোহিত তার টুইটারে বলেন, দুজনকেই অভিনন্দন। তবে আজকের দিনে তো অন্তত চুলটা কাটাতে পারতে ভাই! ( উল্লেখ্য, বড় চুলের জন্য ইতিমধ্যে সবার দৃষ্টি কেড়েছেন ইশান্ত)[ads2]