আর এক মাস পর শুরু হবে জমজমাট টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএল। এর আগে বিপিএলের দুটি আসর অনুষ্ঠিত হলেও তৃতীয় আসরটিকে ঢেলে সাজানো হয়েছে, ফলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন।
সম্প্রতি বিপিএলের নতুন আসরের জন্য দেশীয় ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজক বিসিবি। তালিকায় ৬ জন আইকন ক্রিকেটার ছাড়াও স্থান পেয়েছেন ১৬ জন ‘এ’ গ্রেডভুক্ত খেলোয়াড়, ৩৬ জন ‘বি’ গ্রেডভুক্ত খেলোয়াড়, ৪৩ জন ‘সি’ গ্রেডভুক্ত খেলোয়াড় এবং ২১ জন ‘ডি’ গ্রেডভুক্ত খেলোয়াড়।
একনজরে ১২২ জন দেশি খেলোয়াড়দের তালিকা-
আইকন খেলোয়াড়– তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন।
গ্রেড ‘এ’ : ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, সব্বির রহমান রুম্মন, সৌম্য সরকরা, রনি তালুকদার, মুমিনুল হক সৌরভ, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, মুস্তাফিজুর রহমান, রুবেলে হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম।
গ্রেড ‘বি’ : শামসুর রহমান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, জুনায়েদ সিদ্দিক, মেহেদী মারুফ, অলক কাপালি, শাহরিয়ার নাফিস, নাঈম ইসলাম, নুরুল হাসান সোহান, নাফিস ইকবাল, নাজমুল হোসেন মিলন, জহিরুল ইসলাম অমি, রকিবুল হাসান, মার্শাল আইয়্যুব, ফরহাদ হোসেন, নাদিফ চৌধুরী, তাসামুল হক, ফরহাদ রেজা, মাহমুদুল হাসান লিমন, আরিফুল হক, আবুল হাসান রাজু, জিয়াউর রহমান, মুক্তার আলী, আল আমিন হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ শরিফ, কামরুল হাসান রাব্বি, নাবিল সামাদ, মোশারফ হোসেন রুবেল, জুবায়ের হোসেন লিখন, সাকলাইন সজিব, এনামুল হক জুনিয়র, সানজামুল ইসলাম, নাজমুল হোসেন অপু ও সোহরাওয়ার্দী শুভ।
গ্রেড ‘সি’ : রাজিন সালেহ, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, আব্দুল মজিদ, আসিফ আহমেদ রাতুল, ইমতিয়াজ হোসেন তান্না, ইরফান শুক্কুর, অভিষেক মিত্র, মাহবুবুল করিম, অমিত মজুমদার, ধীমান ঘোষ, তানভীর হায়দার খান, হামিদুল ইসলাম হিমেল, সাদমান ইসলাম, মিজানুর রহমান, জুবায়ের আহমেদ, ফজলে আহমেদ রাব্বি, জাবিদ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, নাসির উদ্দিন ফারুক, সগির হোসেন পাভেল, মোহাম্মদ শরিফউল্লাহ, মোহাম্মদ ফরকান, রবিউল ইসলাম, দেলোয়ার হোসেন, মাহবুবুল আলম, আবু জায়েদ চৌধুরী রাহি, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির রহমান, শুভাশিষ রায়, মোহাম্মদ শহিদুল ইসলাম, ডলার মাহবুব, সাজেদুল ইসলাম, নাজমুল হোসেন, শাফাক আল জাবির, আসিফ হাসান, নাঈম ইসলাম জুনিয়র, মনির হোসেন খান, বিশ্বনাথ হালদার ও রাহাতুল ফেরদৌস জাবেদ।
গ্রেড ‘ডি’ : নাজমুল সাদাত, ইজাজ আহমেদ, শেহনাজ আহমেদ, রুম্মান আহমেদ, সায়েম আলম চৌধুরী, সালমান হোসেন ঈমন, জাকির হোসেন, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান, জয়রাজ শেখ ঈমন, নাজমুল হাসান শান্ত, আহমেদ সিদ্দিকুর রহমান, মেহরাব হোসেন জোসি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তোহিদুল ইসলাম রাসেল, মেহেদি হাসান রানা, আব্দুল হালিম, নাসুম আহমেদ, অমিতাব নয়ন ও রনি।