বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে ‘প্লেয়ার বাই চয়েস’-এর মাধ্যমে দল পেয়েছেন মোট ৫৭ জন খেলোয়াড়। তবে, এরই মাঝে বঞ্চিত হয়েছেন চারজন ক্রিকেটার।
তারা হলেন – পেসার রবিউল হোসেন, ব্যাটসম্যান মার্শাল আইয়ুব, লেগ স্পিনার যুবায়ের হোসেন লিখন, ব্যাটসম্যান অলোক কাপালী। তবে, এই খেলোয়াড়রা এখনও দল পেতে পারেন।
তবে, সেটা আগামী সাত দিনের মধ্যে। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে আলোচনা সাপেক্ষে বাদ পড়া খেলোয়াড়দের কাউকে কাউকে দলে নিতে পারবেন।
দেশি ক্রিকেটারদের দলবণ্টন শেষে জায়গা করে নিয়েছেন মোট ৫৭ জন খেলোয়াড়। আর বিপিএলের গভর্নিং কাউন্সিলের দেয়া তালিকায় এর জন্য বিবেচিত হয়েছিলেন মোট ১২৪ জন। আর ছয় জন আইকন খেলোয়াড়ও যার যার দল পেয়েছেন। ফলে, সব মিলিয়ে ৬৩ জন দেশি ক্রিকেটার এখন পর্যন্ত সুযোগ পাচ্ছেন বিপিএলে!
সূত্র : প্রিয়.কম
Prev Post
Next Post