রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বৃহস্পতিবার দুপুরে হয়ে গেলো বিপিএলের তৃতীয় আসরের ক্রিকেটারদের লটারি। আগে থেকেই ছয় ফ্রাঞ্চাইজির জন্য ছয়জন আইকন ক্রিকেটারের তালিকা করে রাখা হলেও বৃহস্পতিবার লটারির মাধ্যমে নির্ধারিত হলো কে কোন ফ্রাঞ্চাইজির হয়ে খেলবেন। এই ছয় আইকন ক্রিকেটারের মধ্যে আছেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, তামিম ইকবাল খান ও মুশফিকুর রহিম। প্লেয়ার বাই চয়েজে মাশরাফি কুমিল্লায়, সাকিব রংপুরে, রিয়াদ বরিশালে, নাসির ঢাকায়, তামিম চট্টগ্রামে ও মুশফিক সিলেটের ফ্রাঞ্চাইজিতে গেছেন। নিজেদের ফ্রাঞ্চাইজি নির্ধারণ হওয়ার পরে আইকন ক্রিকেটাররাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেদের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছেন। মুশফিক তার পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্ এবং ধন্যবাদ সিলেট সুপার স্টারকে যারা আমাকে নিয়েছেন। ইনশ আল্লাহ্ আমরা চ্যাম্পিয়ন হব। নিজেকে সম্মানিত মনে করছি সিলেট সুপার স্টারের হয়ে।’ মাহমুদুল্লাহ রিয়াদের পেজে তার এডমিন প্যানেল থেকে লেখা হয়েছে, ‘মাহমুদুল্লাহ রিয়াদ যাচ্ছেন বরিশাল বুলসের সাথে। ভুলে যাবেন না গেলবার তিনি চিটাগং কিং কে ফাইনালে নিয়েছিলেন।’ তামিম ইকবালের ফেসবুকের পেজের এডমিন প্যানেল থেকে লেখা হয়েছে, ‘তামিম ইকবাল তার নিজের বিভাগের দলে চিটাগং ভাইকিংসে খেলবেন। তার সাথে আছেন তার বড় ভাই নাফিস ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নভেম্বরের ২২ তারিখ শুরু হতে যাচ্ছে যেখানে ছয়টি দল খেলবে তার মধ্যে আছে ঢাকা ডায়নামাইট, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডারস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস ও সিলেট সুপার স্টারস।’ সূত্র : প্রিয়.কম