অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ‘প্লেয়ার্স বাই চয়েজ’ লটারি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র বল রুমে পছন্দের ক্রিকেটারদের দলে টেনেছে বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি।
এ পর্যন্ত যে সব ক্রিকেটার দলে টেনেছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের মধ্যে ৬ আইকন খেলোয়াড়সহ ৫৭ জন দেশি ও ১৯ জন বিদেশি রয়েছেন।
ঢাকা ডাইনামাইটস : দেশি ক্রিকেটার: নাসির হোসেন (আইকন), মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সৈকত আলী, শামসুর রহমান, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হোসেন রাজু ও ইরফান শুক্কুর।
বিদেশি ক্রিকেটার: সোহেল খান (পাকিস্তান), দয়ীদ মালান (ইংল্যান্ড) ও শাহজিব হাসান (পাকিস্তান)।
বরিশাল বুলস : দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, সোহাগ গাজী, আল আমিন হোসেন, শাহরিয়ার নাফীস, তাইজুল ইসলাম, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ ও সাজেদুল ইসলাম।
বিদেশি ক্রিকেটার: সিকুজ প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামী (পাকিস্তান) ও ইমাদ ওয়াসিম (পাকিস্তান)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি ও ধীমান ঘোষ।
বিদেশি ক্রিকেটার: ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)ও লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা)।
রংপুর রাইডার্স : দেশি ক্রিকেটার: সাকিব আল হাসান (আইকন), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আরাফাত সানী, সাকলাইন সজীব, মুক্তার আলী, জহুরুল ইসলাম, আবু জায়েদ, মোহাম্মদ মুরাদ খান ও রাসেল আল মামুন।
বিদেশি ক্রিকেটার: সচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী (আফগানিস্তান) ও ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)।
চট্টগ্রাম ভাইকিংস : দেশি ক্রিকেটার: তামিম ইকবাল (আইকন), এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, তাসকিন আহমেদ, ইলিয়াস সানী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, নাসির আলী চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল ও নাফীস ইকবাল খান।
বিদেশি ক্রিকেটার: জীবন মেন্ডিজ (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান) ও রবিন পিটারসন (দক্ষিণ আফ্রিকা)।
সিলেট সুপারস্টারস: দেশি ক্রিকেটার: মুশফিকুর রহিম (আইকন), রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ শহীদ, নাজমুল হোসেন অপু, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হাসান মিলন ও আবু সায়েদ চৌধুরী।
বিদেশি ক্রিকেটার: ক্রিস জর্ডান (ইংল্যান্ড), যশুয়া কব (ইংল্যান্ড) ও সোহেল তানভীর (পাকিস্তান)।
বিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী লটারির লিস্টে ছিল ১২২ জন দেশীয় ও ১৯৫ জন বিদেশি ক্রিকেটার। তবে এই তালিকার বাইরে থেকেও ক্রিকেটার নিয়েছে ফ্যাঞ্চাইজিগুলো।
বিপিএলের তৃতীয় আসর শুরু হচ্ছে আগামি ২২ নভেম্বর। এতে আইকন খেলোয়াড় হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও নাসির হোসেন।
বিপিএলের তৃতীয় আসরে প্রতিটি দল দেশি-বিদেশি মিলিয়ে মোট ২৫ জন ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারবে। যার মধ্যে ১৩ জন দেশি ও ১২ জন বিদেশি ক্রিকেটার থাকবে। প্রতি ম্যাচের একাদশে সাতজন দেশি ক্রিকেটারের সঙ্গে চারজন বিদেশি ক্রিকেটার খেলবেন।
দেশি ক্রিকেটারদের মধ্যে ছয় আইকন খেলোয়াড় ৩৫ লাখ টাকা করে পাবেন। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পারিশ্রমিকের পরিমাণ বাড়তেও পারে। এছাড়া ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি ক্যাটাগরির খেলোয়াড়রা পাচ্ছেন যথাক্রমে ২৫, ১৮, ১২ ও ৬ লাখ টাকা।
চার ক্যাটাগরিতে বিদেশিদেরও পারিশ্রমিক ঠিক করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার ডলার ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৩০ হাজার ডলার।
তালিকায় পাকিস্তান ও ইংল্যান্ডের ৫৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩, শ্রীলঙ্কার ২৫, দক্ষিণ আফ্রিকার ৪, অস্ট্রেলিয়ার ৪, নিউজিল্যান্ডের ২, জিম্বাবুয়ের ৬ ও আইসিসি সহযোগী দেশগুলোর ১৫ জন ক্রিকেটার ছিলেন।