বিপিএল খেলতে আগ্রহী গেইল-কেপি

0

Kevin Pietersen and Chris Gayle for Caribbean Premier League 201আগামী মাসেই শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। ইতোমধ্যেই ঠিক হয়েছে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি। দলের সংখ্যা কমে দাঁড়িয়েছে। এবার জল্পনা-কল্পনা চলছে ক্রিকেটারদের নিয়ে।

জানা গিয়েছে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস গেইল ও কেভিন পিটারসেন।

বিসিবির সুত্র থেকে জানা গিয়েছে যে,  মারকুটে ব্যাটসম্যান  ক্রিস গেইল ও  কেভিন পিটারসেন তাদের প্রতিনিধির মাধ্যমে বিসিবির সাথে যোগাযোগ করেছে। বিসিবি মনে করে, ক্রিকেটারদের খসড়ায় গেইল, পিটারসেন সহ আরো অনেক তারকা ক্রিকেটারদের নাম থাকতে পারে। থাকতে পারেন পাকিস্তানের শহীদ আফ্রিদিও।

বিভিন্ন দেশের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা রয়েছে দুজনের। আর এর আগেও বিপিএলে মাঠ মাতিয়েছেন ৩৬ বছর বয়সী ক্রিস গেইল। একটি আসরে বরিশাল বার্নার্স ও অন্য আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতান গেইল। তবে আগের দুই আসরে দেখা মিলেনি ডানহাতা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের।  গেইল-কেপির মতো হার্ডহিটারদের উপস্থিতি যে রং ছড়াবে তাতে সন্দেহ নেই।

সূত্র অনুসারে, বিপিএলে বিদেশী খেলোয়াড়দের মধ্যে অধিকাংশ হবে পাকিস্তানের। তারপর সবচেয়ে বেশি দেখা যাবে ইংল্যান্ডের ক্রিকেটার। তারপরের অবস্থানে থাকতে পারে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

তবে দুঃখের বিষয় হলো বিপিএল নিয়ে তেমন কোনো সাড়া দেয়নি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বিপিএল চলাকালীন সময়ে তারা ব্যস্ত থাকবে আন্তর্জাতিক খেলায়।  তবে আফগানিস্তান ও নেপালের ক্রিকেটাররাও বিপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More